বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবার কারণ নেই : হাফিজ

নভেম্বর ১৭, ২০১৫

03বিএনপির ভদ্রতাকে দুর্বলতা না ভাবার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। সেই সঙ্গে তিনি বলেছেন, সরকার যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেয় তাহলে হাসিনার বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ পরামর্শ দেন। বেগম জিয়া সরকারকে জাতির ঐক্যে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতাসীনরা খালেদা জিয়ার আহ্বানকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। তাই আমি সরকারকে বলতে চাই, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আলীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি শীর্ষক এ সমাবেশে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা চায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বিনাচিকিৎসার কারাগারে ধুকে ধুকে মৃত্যুবরণ করুক। এটাই সরকারের প্রত্যাশা ও বর্তমান হালচিত্র। মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই সরকার যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেয় তাহলে হাসিনার বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি আইএস ও জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছে- সরকারের মন্ত্রী-এমপিদের এই বক্তব্যে উল্লেখ করে হাফিজ বলেন, আজ যখন বর্হিবিশ্বেও সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন সরকার বলছে- বাংলাদেশে কোনো আইএস নেই। অথচ আপনারা বলেছেন, বিএনপি দেশে সকল হত্যাকাণ্ড সংগঠিত করছে। তাহলে কেনো এই মিথ্যাচার করছেন? সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দল গোছাতে ব্যস্ত। একই সঙ্গে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অপেক্ষা করছি। কারণ খালেদা জিয়া দেশে ফিরে যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলনেই আপনাদের কবর রচিত হবে। বাংলাদেশে কোনো স্বৈরাচারীদের স্থান হবে না বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন মেজর হাফিজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.