বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর আইন সহ জনজীবনের সংকট নিরসন কর

নভেম্বর ২৭, ২০১৫

4বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লালবাগ-কামরাঙ্গীরচর শাখার উদ্যোগে আজ সকালে কামরাঙ্গীরচরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়। সমাবেশে বক্তারা বুড়িগঙ্গা ও সুতী খাল দখল ও দূষণমুক্ত করা, পানি-বিদ্যুৎ-গ্যাসের দাম কমানো, যানজট নিরসনে প্রশস্ত রাস্তা নির্মাণ, মাদক ব্যবসা বন্ধ ও মাদকের কবল থেকে যুব সমাজকে মুক্ত করা, এলাকার ভাঙ্গা রাস্তা মেরামতের দাবী জানান। সমাবেশে বক্তারা বলেন, লাগামহীন ও সরকারের নিয়ন্ত্রণহীন বাড়ি ভাড়ার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি জানান।

সমাবেশ থেকে কামরাঙ্গীরচর থেকে বিজিবি সেকশন হয়ে আজিমপুর পর্যন্ত রাস্তা প্রশস্ত ও গণপরিবহনেরও দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকম-লীর সদস্য সুকান্ত শফি কমল, লালবাগ-কামরাঙ্গীরচর শাখার সম্পাদক অর্ণব সরকার, যুব ইউনিয়নের ঢাকা মহানগর নেতা রাশেদুল ইসলাম সুজন, আশিকুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম, পল্লব ভট্টাচার্য। মানববন্ধন ও সমাবেশে এলাকার শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.