বলিউডে’র ছবিতে এবার পর্ণোস্টার ‘প্রিয়া অঞ্জলি’ !
ঢাকা জার্নাল: বলিউডে সানি লিওনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত পর্ণো নায়িকা প্রিয়া অঞ্জলি রায় সম্প্রতি মুম্বাইয়ে পা রেখেছেন। জানা গেছে, অচিরেই নতুন একটি ছবিতে অভিনয় করবেন তিনি।
তার নতুন ছবির নাম ধাম এখনও ঠিক হয়নি। কবে থেকে এর কাজ শুরু হবে তাও জানা যায়নি। তবে আলোচনায় চলে এসেছেন প্রিয়া। অনেকেই তাকে সানি লিওনের সঙ্গে তুলনা করছেন। দেখতেও তিনি নাকি অনেকটা সানির মতোই।
তার ছবির প্রযোজক অশোক পিকে বলেন, ‘ছবিতে গুটি কয়েক অন্তরঙ্গ দৃশ্য ছাড়া শরীর দেখানোর কোনো ব্যাপার নেই।’
অশোক মনে করেন সানির সঙ্গে পাল্লা দেওয়ার মতো যোগ্যতা প্রিয়ার আছে। আর সুযোগ পেলে তিনিও নাকি দেখিয়ে দেবেন।
প্রিয়ার জন্ম দিল্লিতে। আমেরিকান এক দম্পতি তাকে দত্তক নিলে মাত্র দুই বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।
প্রিয়া ইতিমধ্যে শতাধিক পর্ণো ছবিতে অভিনয় করেছেন।
সম্প্রতি কমপ্লেক্স ম্যাগাজিনের সেরা একশ হট পর্ণো তারকার তালিকায় ১৯তম স্থানে ঠাঁই করে নেন প্রিয়া। সানি লিওন এই তালিকায় ৫ নম্বরে অবস্থান করছেন।