বদলে গেল বাংলাদেশ টিমের জার্সি

মার্চ ১০, ২০১৪

Cricketঢাকা জার্নাল : টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এর সকল পোশাকে বৈচিত্র আনা হয়েছে । সেজান লিংকন এর ডিজাইন করা জার্সিগুলো বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা এখন থেকে ব্যবহার করবে। টেক্সওয়েভ নামে একটি মাল্টিন্যাশনাল বায়িং হাউস স্পোর্টস ব্রান্ড ‘টেক্সওয়েভ কিট’ প্রস্তুত করেছে এই পোশাকগুলো ।

বিশেষত সেজান লিংকন ২০১১ সালের বিশ্বকাপ এ বাংলাদেশ টিমের জার্সি উৎসব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। সেই সুবাদে এখন করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি ।

টেক্সওয়েভ এর স্বত্বাধিকারী আশিকুর রাহমান তুহিন আর সেজান লিংকন এর অক্লান্ত প্রচেষ্টায়, একতা টিম ওরকের মাধ্যমে বিশ্ব মানের এই পোশাক প্রস্তুত হয়।

চোখ জুড়ানো এই পোশাকটি বিশ্ব মানের কাপড় ও সকল মান নিয়ন্ত্রণ করে প্রস্তুত করা হয়েছে। আরাম দায়ক, খেলার জন্যে উপযোগী ও বিভিন্ন দিক বিবেচনা করে এই পোষাক তৈরি করা হয়েছে। 

আইএসও স্ট্যান্ডার্ট, ল্যাব টেস্ট, কালার ফাস্টনেস টেস্ট, এজো ফ্রি সবগুলো দিক পরীক্ষা করার পর লাল, সবুজ আর হলুদ রং এর এই পোশাক পড়ে খেলবে বাংলাদেশ টিম। শুধু তাই না প্রাকটিস করবেন লাল, নীল ও কালো রং এর পোশাক পড়ে।

ঢাকা জার্নাল, মার্চ ১০, ২০১৪।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.