তথ্য-প্রযুক্তি

ফেসবুক নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিতর্ক

broadcasting_facebook_logoঢাকা জার্নাল: ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগ সাইট নিয়ন্ত্রণ নিয়ে চলছে বিস্তর বিতর্ক৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই নিয়ন্ত্রণের কথা বলেছেন৷ তথ্যপ্রযুক্তিবিদ রাগিব হাসান এ ধরনের নিয়ন্ত্রণ কতটা সম্ভব, তা লিখেছেন ফেসবুকে৷

অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডের একটি বিভাগে ইউজার প্রাইজ জয়ী ‘শিক্ষক ডটকম’ প্রকল্পের প্রতিষ্ঠাতা রাগিব হাসান ফেসবুকে ‘‘ইন্টারনেটে আড়িপাতা – মিথ বনাম বাস্তবতা” শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছেন৷ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ফেসবুক, টুইটার বা সামগ্রিকভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে যে বিতর্ক চলছে, সেসবের প্রেক্ষিতে এই নিবন্ধ তাঁর৷

রাগিব হাসান লিখেছেন, ‘‘বাংলাদেশের চিরন্তন ভিলেন বিটিআরসি (টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) সম্প্রতি ঘোষণা দিয়েই ইন্টারনেট সেন্সরশিপের কাজ শুরু করেছে৷ এই সংক্রান্ত খবরাখবরে যথারীতি নানা অতি উৎসাহী কর্মকর্তা ও মন্ত্রীর নানা মতামত প্রকাশ পেয়েছে৷ কেউ কেউ এভাবে বলছেন যে, ফেসবুক বা ব্লগ থেকে নানা ‘আপত্তিকর’ জিনিস সরানো হবে৷ অতি অতি উৎসাহী কেউ কেউ ভয় দেখাচ্ছেন, ‘হান্টার ডিভাইস’ নামের কোনো কাঁঠালের আমসত্ত্ব ব্যবহার করে ফেসবুকের স্ট্যাটাস বা কমেন্ট মুছে ফেলা যাবে, বা দূর করা যাবে কারো ব্লগ পোস্ট৷”

সুনির্দিষ্টভাবে ফেসবুক বা ব্লগে প্রকাশিত বিভিন্ন তথ্য মোছার বিষয়ে কারিগরী ব্যাখ্যা দিয়েছেন রাগিব হাসান৷ ফেসবুক বা ব্লগ থেকে কোন প্রোফাইল, ছবি, পাতা বা মন্তব্য ডিলিট করার ক্ষমতা বিটিআরসির মতো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নেই৷ রাগিব লিখেছেন, ‘‘ফেসবুকের সাথে সরাসরি যোগাযোগ না করে এই কাজগুলা করা সম্ভব না৷ আপনার ব্লগে যা লেখা লিখবেন, সেগুলা ব্লগ থেকে ডিলিট করানো সম্ভব না, যদিনা ব্লগ কর্তৃপক্ষ সেটা করে৷ মাঝপথে অমুক-তমুক ডিভাইস বসিয়ে বড়জোর ফিল্টার করা যায়, ডিলিট করা যায় না৷ এই ব্যাপারে আতঙ্কিত হবার তাই কিছু নাই৷”

ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যুক্তরাষ্ট্র প্রবাসী এই তথ্যপ্রযুক্তিবিদ লিখেছেন, ‘‘ফেসবুকের সিকিউরিটি অফিসারের সাথে সাম্প্রতিক আলাপের ভিত্তিতে জানি, তারা কোন দেশের সরকার আদেশ দিলেই সেটা মানতে বাধ্য না, বাকস্বাধীনতায় তারা বিশ্বাসী৷”

উল্লেখ্য, তথমন্ত্রী হাসানুল হক ইনু রবিবার জানিয়েছেন, ‘আপত্তিকর’ মন্তব্য বা ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না পায়, তা নিয়ন্ত্রণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার৷ এই প্রযুক্তি চালুর পর ফেসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী৷

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.