ফের ওয়াকআউট বিরোধী দলের

জুন ৫, ২০১৩

perliament-0120130603091551ঢাকা র্জানাল: জাতীয় সংসদ অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল। নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে যোগ দেওয়ার মাত্র ৩৬ মিনিটের মাথায় অধিবেশন থেকে বের হয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। এ নিয়ে  পর পর তিন দিনই ওয়াক আইট করল তারা।  
পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে বিএনপির মওদুদ আহমেদকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে- এ অভিযোগ তুলে বুধবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মাগরিবের নামাজ বিরতির আগে আগে ওয়াকআউট করেন তারা।

১৮তম অধিবেশ শুরুর পর এটি তাদের তিন দিনে দ্বিতীয় দফা ওয়াকআউটের ঘটনা।

এ ওয়াকআউটের মাধ্যমে বৃহস্পতিবার বাজেট ঘোষণার সময় বিরোধী দলের সংসদে উপস্থিত হওয়ার সম্ভাবনা কমে গেলো।

অধিবেশন শুরুর দিন সোমবার প্রথমবারের মতো ওয়াকআউট করেছিলো বিরোধী দল। মঙ্গলবার প্রায় পুরো অধিবেশনে থাকলেও বুধবার সাকূল্যে ৩৬ মিনিট মতো সময় তারা সংসদে থাকেন।

এর আগে বিকেল ৫টা ১৮ মিনিটে সংসদ শুরুর পর প্রথমেই সংসদ নেতা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
পৌনে এক ঘণ্টা চলা এ পর্বে বিরোধী দলীয় সাংসদরা তৃতীয় তলার সংসদ লবিতে সময় কাটান।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া মাত্র সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বিএনপি, জামায়াত ও বিজেপির জনা পঁচিশেক সাংসদ নীরবে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। অধিবেশন শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা পর তারা অধিবেশন কক্ষে ঢুকলেও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আগের দিনের মতো্ এ দিনও সংসদে অনুপস্থিত থাকেন।

বগুড়া-৩ আসনের বিএনপি দলীয় সাংসদ আব্দুল মমিন তালুকদার খোকার এক সমপূরক প্রশ্নের মধ্য দিয়ে সংসদের আলোচনায় যোগ দেয় বিএনপি।

সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পাট ও বস্ত্রমন্ত্রী পাটকল বেসরকারিকরণের বিষয়ে বক্তব্য শুরু করলে বিএনপি দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূঁইয়া, আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন, জাফরুল ইসলাম চৌধুরী, রেহেনা আক্তার রানু, আশিফা আশরাফি পাপিয়া, শাম্মী আক্তার দাঁড়িয়ে হই-চই শুরু করেন।

রেহেনা আক্তার রানু পাটমন্ত্রীর উদ্দেশ্যে ‘ছাগল ছাগল’ বলে চিৎকার শুরু করেন। সঙ্গে শুরু করেন ‘ব্যা ব্যা’ ডাক।
পাটমন্ত্রীর বক্তব্য প্রশ্নের উত্তর না বক্তৃতা তা জানতে চান তারা।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, “পাটমন্ত্রী অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছেন। প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া অন্য কোনো বক্তব্য দেওয়া যায় না। আমরা দেখতে চাই সংসদ সুষ্ঠুভাবে চলছে।”

এর মিনিট সাতেক পর দ্বিতীয় দফায় হইচই শুরু হয়।

এ সময় বর্ষীয়াণ সাংসদ ব্যারিস্টার মওদুদ আহমদ, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রমুখও হই-চইয়ে যোগ দেন। সোজা হয়ে বসেন জামায়াত সাংসদ শামসুল ইসলাম।

এর পরপরই ছ’টা ৪০ মিনিটে তারা ওয়াকআউট করেন। পরে অধিবেশনে মাগরিবের নামাজ বিরতি দেওয়া হয়।

পরপর দু’দিন সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার পর তৃতীয় দিনেও বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নিলে প্রাণবন্ত হয় সংসদ। তবে প্রথম দিন সোমবারের মতোই বুধবারও তারা অধিবেশন থেকে ওয়াকআউট করতে পারেন- শুরু থেকেই এ আশঙ্কা ছিল।

ঢাকা জার্নাল, জুন ৫, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.