প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় বাড়লো

আগস্ট ৫, ২০১৩

Junior-Exam-sm20130805033258ঢাকা জার্নাল: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় দুই ঘণ্টা থেকে বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়েছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সন্তোষ কুমার অধিকারী জানান, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আদেশের কপি পাঠিয়ে দেওয়া হবে।

৩০ মিনিট সময় বাড়ানোর ফলে সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় জানায়, আগামী ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

সূচি অনুযায়ী, প্রাথমিকে ২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম।

আর ইবতেদায়ী শিক্ষায় ২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/বিজ্ঞান, ২৭ নভেম্বর আরবি এবং ২৮ নভেম্বর কোরান ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্।

গত ৫ জুন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩ এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল প্রকাশিত হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে।

ক্ষুদে পরীক্ষার্থীদের কঠিন সিলেবাসের কারণে স্বল্পসময়ে পরীক্ষা দিতে সমস্যার কারণে পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন।

এবার প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থী ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন এবং ইবতেদায়ীতে ৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন।

আগামী ২৬ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন।

৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী বছরের ২০ জানুয়ারি সনদ দেওয়া হবে। এবার এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে।

ঢাকা জার্নাল: আগস্ট ০৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.