প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
ঢাকা জার্নাল: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২০১২ সালের প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ- এর লিখিত পরীক্ষা গত ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল প্রস্তুত করা হয়। প্রচলিত শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী মেধা ও কোটানীতির মাধ্যমে সর্বমোট ১৩ হাজার ৯৮৮ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
মন্ত্রণালয় জানায়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোলনম্বর সংবলিত ফলাফল তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিগগিরই পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও প্রদর্শিত হবে।
এ ছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
জেলাওয়ারি ফলাফল দেখতে ক্লিক করুন-
ঢাকা জার্নাল, অক্টোবর ১০, ২০১৩