‘প্রধানমন্ত্রী’র স্থলে ‘প্রধান স্ত্রী’তে সই করেছিলেন খালেদা’

আগস্ট ৩, ২০১৫

Khaledaঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শব্দটির স্থলে কাগজে ‘প্রধান স্ত্রী’ লেখা ছিলো, এবং সেখানেই খালেদা জিয়া সই করেছিলেন।  একথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

সোমবার (০৩ আগস্ট) একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তুলনা করতে গিয়ে এ কথা বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোনো ফাইলে সই করেন তখন তা সম্পূর্ণ পড়ে সই করেন। তিনি এশিয়ার মধ্যে সবচেয়ে পরিশ্রমী প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তাজুল ইসলাম বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় একবার ‘প্রধানমন্ত্রী’ শব্দটির স্থলে ‘প্রধান স্ত্রী’ লেখা ছিলো, সেখানেই সই করে দেন।

‘আপনারাই বলেন এমন প্রধানমন্ত্রী দিয়ে কি হবে?’ উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনা দেশবাসীকে উন্নত দেশের স্বাদ পাওয়ার ব্যবস্থা করে দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই সাবেক মন্ত্রী।

ঢাকা জার্নাল, আগস্ট ০৩, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.