প্রধানমন্ত্রীর বক্তব্য চাপাতিকে উৎসাহিত করে

নভেম্বর ১১, ২০১৫

26রোববার গণভবনে আয়োজিত প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য চাপাতিকে উৎসাহিত করে উল্লেখ করে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সভাপতি বিমল বিশ্বাস বলেন শেখ হাসিনার এ বক্তব্যকে আমরা গ্রহণ করি না। মুক্তমনা লেখকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা চলে যাচ্ছে ওদের পক্ষে বলেও মন্তব্য করেন তিনি। বিমল বিশ্বাস খেতমজুর ইউনিয়ন সভাপতি ছাড়াও ক্ষমতাসীন ১৪ দলীয় মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এ সরকারকে উৎখাত করতে মার্কিনসহ বিদেশীরা চক্রান্ত করছে। প্রেস ব্রিফিংয়ের সূচনা বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, খাস জমি ভূমিহীনদের পক্ষে আদায় এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির থাবা রুখতে সাতক্ষীরায় ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সম্মেলন। এতে ওয়ার্কার্স পার্টি সভাপতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.