‘প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে’
ঢাকা জার্নাল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন হুমকির মুখে পড়েছে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন।বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “একটি মহলের তৎপরতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন হুমকির মুখে পড়েছে। তারা আওয়ামী লীগকে ধ্বংসের জন্য মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগকে ধ্বংসের মিশন বাস্তবায়নের জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চালাচ্ছে তারা।”
দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, “যত ষড়যন্ত্রই করা হোক না কেন আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ধ্বংস করা সম্ভব হবে না।”
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকমণ্ডলী।