Leadসংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীকে আনোয়ারের চ্যালেঞ্জ

M.k-anwar20130910005335ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। চ্যালেঞ্জে হেরে গেলে সারাজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি।


মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ চ্যালেঞ্জ ছোড়েন তিনি।

শেখ হাসিনার উদ্দেশে এম কে আনোয়ার বলেন, আমরা চাই সুষ্ঠু সমাধান। সাহস থাকলে গণভোট দিন। দেখুন মানুষ কী চায়। আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করে দেখুন। যদি জয়লাভ করেন। আমি সারাজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এ সভা আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন (এনআরএফ)।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে আনোয়ার বলেন, অধ্যাপক ইউনূসকে নানাভাবে আপনারা নাজেহাল করার চেষ্টা করছেন। একটি প্রতিবেদন দিয়েছেন। ইউনূস কর দেননি বলছেন। তার বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছেন। নোবেলের গৌরব ধ্বংসের চেষ্টা করছেন। কিন্তু আপনারা কিছুই ধ্বংস করতে পারবেন না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, শুধু ক্ষমতায় থাকার জন্য নয়, আপনাদের দুর্নীতির ভয় আপনাদের তাড়া করে বেড়াচ্ছে। দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না জেনেই ক্ষমতা ছাড়তে চাইছেন না।

আনোয়ার বলেন, সবাই বলছে, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়, শুধু আপনি ও আপনার উচ্ছিষ্টভোগীরা এর বিরোধিতা করছেন।

তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে না। নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচনের স্বপ্ন দেখছেন। এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না দেশের মানুষ।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নতুন ধারার রাজনীতি হবে। প্রশাসনের নিরপেক্ষতা, হাইকোর্টের নিরপেক্ষতা, প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না।

তিনি বলেন, জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার জন্য, ওয়াদা ভঙ্গের জন্য ক্ষমা প্রার্থনা করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

ঢাকা জার্নাল, সেপ্টেম্বর ১০, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.