পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২৭

সেপ্টেম্বর ২৬, ২০১৩

5
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ৩২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন।
প্রত্যন্ত এলাকাগুলোতে ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান প্রদেশ।
স্থানীয় কর্মকর্তারা বুধবার জানান, আওরান এলাকায় এ পর্যন্ত ২৮৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর ৪২ টি মৃতদেহ পাওয়া গেছে কাছের কেচ এলাকায়।
নিহতদের কবর দেয়া শুরু হয়েছে বলে বুধবার জানিয়েছেন আওরান এলাকার ডেপুটি কমিশনার আব্দুল রশিদ গোগাজাই।

আওরানের স্থানীয় সরকারি কর্মকর্তা আব্দুল রশীদ বালুচ জানান, এলাকাটির ৯০ শতাংশ ঘরবাড়িই বিধ্বস্ত হয়ে গেছে।

আওরান শহরের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠ লাবাখে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।ক্ষয়ক্ষতি হয়েছে খুজদার এলাকাতেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২৯ মিনিটে (১১ টা ২৯ মিনিট ইউটিসি) অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আওরান থেকে ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং পাকিস্তনের কাহরান শহর থেকে ১৭৪ কিলোমিটার দক্ষিণে।

ভূমিকম্পটি এতোটাই শক্তিশালী ছিল যে হাজার মাইল দূরে ভারতের রাজধানী দিল্লিতেও তা অনুভূত হয়েছে।

ভূমিকম্প বিধ্বস্ত আওরান এবং চাগাই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, কোয়েটা এবং আশেপাশের এলাকার সদরদপ্তর থেকে তাঁবু এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে।

উদ্ধারকাজের জন্য পাঠানো হয়েছে ২শ’রও বেশি সেনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.