পল্টন রণক্ষেত্র

মে ৫, ২০১৩

Rubelbg20130505012745ঢাকা জার্নাল: রাজধানীর পল্টনে লাঠি হাতে সহিংস অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব টিয়ারশেল, শটগানের গুলি ও লাঠিচার্জ করছে। পল্টন ছাড়াও হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।

রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্নু প্রবেশপথে অবস্থান নেয় এবং যান চলাচল বন্ধ করে দেয়। ঢাকার অভ্যন্তরীণ রুটগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও আন্তনগর বাস-ট্রাক যাতায়াত করতে পারছে না।

যাত্রাবাড়ী, কাঁচপুর, পোস্তগোলা, গাবতলী, টেকনিক্যাল মোড়, উত্তরা-আবদুল্লাহপুর থেকে এয়ারপোর্ট রোডে পুলিশি বাধার মুখে পড়ে হেফাজতের নেতাকর্মীরা। প্রায় প্রত্যেকটি পয়েন্টে পুলিশি বাধা অতিক্রম করতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, বেলা ১টার দিকে টেকনিক্যাল মোড়ে হেফাজতের মিছিল থেকে একটি প্রাইভেটকারকে ধাওয়া দেয়। গাড়িটি এসময় পোশাকশ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক মারা যান। এরপর হেফাজতের কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এদিকে, তীব্র সংঘর্ষে মধ্যেই শাপলা চত্বরে হেফাজতের একটি অংশ সমাবেশ শুরু করেছে। বিকাল ৩টার সমাবেশ আগেভাগেই শুরু হয়।

দুপুর পৌনে ১টার দিকে হেফাজতের লোকজন বায়তুল মোকাররমের উত্তর গেটে লাঠিসোটা হাতে নিয়ে অবস্থান নেয়। জানা গেছে, সেখান থেকে তারা শাহবাগে গণজাগরণ মঞ্চে যাওয়ার চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়।

ঢাকা অবরোধ কর্মসূচি ঠেকাতে শাহবাগে গণজাগরণ মঞ্চ লাঠি মিছিল বের করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বায়তুল মোকাররমের উত্তরগেটে অবস্থান নেওয়া হেফাজতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারছে।

ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সহকারী কমিশনার, উপকমিশনার, অতিরিক্তি উপকমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

ঢাকা জার্নাল, মে ৫, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.