পথশিশুদের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি

এপ্রিল ৩০, ২০১৩
images (2)ঢাকা জার্নাল: পথশিশুদের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সোস্যাল এন্ড ইকোনোমিক ইনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ)।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘পথশিশু নীতিমালা, কেন’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে আলোচকরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে দ্রুতই এবিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘পথশিশু নীতিমালা, কেন’ শীর্ষক এই সেমিনারে আয়োজিত সেমিনারে আলোচকরা।
সেনিারে সভাপতিত্ব করেন সিপ-এর সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী।  প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা।
আলোচনায় অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের আব্দুল্লাহ আল মামুন, উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মুকুল, ইয়াকুব আলী, রুমানা সুলতানা আখি, শামীমা খাতুন মুক্তা, এরশাদুজ্জামান, মো. ইব্রাহিম খালাসী প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় মোজাম্মেল হোসেন শিশুদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, “সকল শিশুর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার শিশুনীতি প্রণয়ন করেছে। এরপর পথশিশুদের জরিপ কাজ শুরু করেছে। জরিপ কাজ শেষ হলে তাদের সংখ্যা ও অবস্থান নির্ধারণের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বিশেষ অতিথি সোহরাব আলী সানা বলেন, “ক্ষেত্র বিশেষে পথশিশুদের আচরণ আমাদের জন্য অনুকরণীয়। একদিন তারাও দেশের কর্ণধান হয়ে উঠতে পারে।”
তাদের পূনর্বাসনের মাধ্যমে সকল রাস্তাকে পথশিশু মুক্ত করতে পারলে এবিষয়ে সরকারের উদ্যোগ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা জার্নাল, এপ্রিল ২৯, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.