নিখোঁজ বিমান মালাক্কা যায়নি : বিবিসি

মার্চ ১২, ২০১৪

Malakka_bg_612870419আকাশপথে উধাও হয়ে যাওয়া মালয়েশিয়ান উড়োজাহাজ এমএইচ ৩৭০ মালাক্কার দিকে যায়নি। মালয়েশিয়ার বিমানবাহিনীর প্রধান রোদজালি দাউদ এ কথা বলেন। বুধবার বিবিসি অনলাইনে এ খবর বলা হয়।

রোদজালি দাউদ বলেন, বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে নিখোঁজ বিমানটি মালাক্কার দিকে গেছে, এটা মিথ্যা খবর। তবে বিমানটি তার গতিপথ পরিবর্তন করে থাকতে পারে, এটা সত্য। মালয়েশিয়া সামরিক বাহিনীর রাডারে সেটাই ধরা পড়েছিল।

গত শনিবার দিনের প্রথম প্রহরে মালয়েশিয়া এয়ার লাইনের ফ্লাইটটি ২৩৯ জন যাত্রী নিয়ে উধাও হয়ে যায়। উড়ার দুই ঘণ্টা পর এ ঘটনা ঘটে। তখন বিমানটি দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম উপকূলে ছিল। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল বিমানের অধিকাংশ যাত্রী ছিলেন চীনা।

গত পাঁচ দিন ১০টি দেশের ৪০টি যুদ্ধজাহাজ, ৩৪টি এয়ারক্রাফট দক্ষিণ চীন সাগরে চিরুনি তল্লাশি করলেও নিখোঁজ বিমানের হদিস পায়নি।

বিমানটি খুঁজে না পাওয়ায় একে ঘিরে রহস্যর বাড়ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.