দীপন হত্যা: সিসিটিভি ফুটেজে ঘাতকদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে

নভেম্বর ১, ২০১৫
12শাহবাগে অজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে যারা খুন করেছে তাদের সবার ছবি মার্কেটের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে ধরা পড়েছে।
জাগৃতির কার্যালয়ে প্রবেশ থেকে শুরু করে তাদের বের হওয়া এবং বাইরে থেকে তালা দেয়ার পুরো বিষয়টিই ফুটেজে পরিষ্কার বলে দাবি করেছেন মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরসালিন।
তিনি বলেন, এ ফুটেজ তদন্তের স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হবে। ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা যাবে বলে জানান তিনি।
মোরসালিন বলেন, সাতটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলে এই ফুটেজ তাদের কাজে আসবে। যারা ওই স্টলে প্রবেশ করছে ও বের হচ্ছে তাদের সবার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে।
আজিজ সুপার মার্কেটের এক ব্যবসায়ী জানান, পুরো মার্কেটটি ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটরিং করা হয়। পুরো মার্কেটের প্রতিটি দোকানে প্রবেশ থেকে শুরু করে মার্কেটের বাইরে রাস্তার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। ফলে এই মার্কেটে অপকর্ম করে সিসিটিভি এড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই ঘটনায়ও ফুটেজে সবার পরিষ্কার ছবি পাওয়া যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.