দরিদ্র কোটিপতি !
ঢাকা জার্নাল: ডেমি মুরকে কোটিপতি বললে আসলে কমই বলা হবে৷ নব্বইয়ের দশকে হলিউডে দু হাতে কামিয়েছেন তিনি৷ সেই ডেমি মুর বিবাহবিচ্ছেদের পর সাবেক স্বামীর কাছে খোরপোশের খরচ চেয়েছেন!
শুধু ২০১১ সালের মে থেকে পরের বছরের মে মাস পর্যন্তও কমপক্ষে ২৪ মিলিয়ন ডলার (টাকায় ১৯০ কোটি টাকা)
আয় করেছেন হলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুর৷ কিন্তু তিনি কেন খোরপোশের খরচ চাইলেন তা বোঝা মুশকিল৷
যদি আইনের কথা তোলেন, তাহলে ৫০ বছর বয়সি ডেমি মুর বলতেই পারেন, খাওয়া-পরার খরচ চেয়ে অন্যায় কিছু করেননি৷ চরম অর্থসংকটে থাকলে অধিকার আদায়ের প্রশ্নটাও খুব গ্রহণযোগ্য মনে হতো সবার কাছে৷
তবে কারণ যা-ই হোক, মোদ্দা কথা হলো যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় কমেডি শো ‘জি আই জেইন’-এ অভিনয়ের সুবাদে সুপরিচিত অ্যাস্টন কুচারের কাছে ডেমি মুর খোরপোশের পাওনা টাকা চেয়েছেন৷
বিবাহবিচ্ছেদের সময় কুচনার বলেই রেখেছেন তাঁর সাবেক স্ত্রী চাইলে যে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা করতে তিনি প্রস্তুত আছেন৷ মতের অমিলের কারণে দুজনে আলাদা হয়ে যাচ্ছেন বলেই দাম্পত্য জীবনের মিঠে-কড়া সব স্মৃতিই যে মুছে যাবে, সম্পর্কের অবশিষ্ট দাবি যে তুচ্ছ হয়ে যাবে তা তো নয়!
সুতরাং ডেমি মুর অজ্ঞাত কারণে খোরপোশ চাইলেও কুচনারের তাতে জোর গলায় আপত্তি জানানোর সম্ভাবনা খুবই কম৷ দেখা যাক, শেষ পর্যন্ত বিষয়টা কতদূর গড়ায়৷