‘তথ্য এসেছে দাউদ ইব্রাহিমের সঙ্গে খালেদা-তারেকের’যোগাযোগের

নভেম্বর ৩, ২০১৫

07‘বাংলাদেশে অস্বাভাবিক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আন্তর্জাতিক জঙ্গিবাদী ও মাফিয়া সংগঠনগুলোর সাথে যোগাযোগ শুরু করছেন খালেদা ও তারেক রহমান।’ মঙ্গলবার সচিবালয়ে গত রোববার লন্ডনে বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ অভিযোগ করেছেন।

ইনু বলেন, ‘আন্তর্জাতিক শীর্ষ সন্ত্রাসী গ্রুপ দাউদ ইব্রাহিমসহ আফগানিস্তান, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের যোগাযোগের তথ্য বাংলাদেশ সরকারের কাছে রয়েছে।’

এ সময় জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আলামত ও তথ্য-উপাত্ত যাচাই করে কর্তৃপক্ষ মামলার বিষয়টি দেখবে।’

তিনি বলেন, ‘রাজনীতিতে সাবেক এই প্রধানমন্ত্রী এখন খলনায়িকার ভূমিকা পালন করছেন। সামরিক শাসকের স্ত্রী ও হাওয়া ভবনের তারেক রহমানের মায়ের মুখে এসব কথা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না। জঙ্গিবাদী-জামায়াতিরা উনার পার্টনার। জামায়াতীদের নিয়ে যে গণতন্ত্রের ফর্মুলা উনি দিয়েছেন তা মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও দেশবিরোধী।’

রোববার লন্ডনে এক সমাবেশে আওয়ামী লীগকে হটাতে ‘জাতীয় ঐক্য’গড়ে তোলার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন। রাজতন্ত্রের জন্য আছেন একজন লেডি হিটলার। কারণ, তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন; তার সৈন্য-সামন্তরা যারা আছে, অর্থাৎ প্রশাসন, তারা সেভাবে কাজ করছেন। সবকিছু তার কথামতো চলে।’

ইনু বলেন, ‘খালেদা জিয়া রাজতন্ত্র বা গণতন্ত্রের কোনোটির মানেই বোঝেন না। আর যদি কিছু বোঝেন তাহলে বুঝেও অসত্য বলেছেন। অতীতের মত ডাহা মিথ্যা ও অসত্য উক্তি করেছেন। স্বৈরতান্ত্রিক ও হিটলারী কায়দায় দেশ চালানো হলে খালেদা জিয়ার বিএনপি কীভাবে রাজনীতি করছে? খালেদা জিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে কীভাবে?

তিনি বলেন, ‘খালেদা জিয়া জনসভা করছেন, দলীয় অফিসে যাচ্ছেন, নিজের অফিসে যাচ্ছেন, বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন, বিদেশে যাচ্ছেন। শুধু আগুন সন্ত্রাস চালাতে বাধা দিলেই গণতন্ত্র নেই বলে মায়াকান্না জুড়ে দেওয়া হচ্ছে।’

বিএনপি সরকারের সময় সংঘঠিত বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের বিবরণ সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে বিএনপি ও জামায়াত অঘটন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তিনি (খালেদা জিয়া) স্বাভাবিক রাজনীতি ছেড়ে অস্বাভাবিক পথে গেছেন। জঙ্গিবাদি তালেবান ও আইএস চক্রের সঙ্গে তার সম্পর্কযুক্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখবো।

এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ খালেদা জিয়ার ক্ষমতাকালে দেশের অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসী ঘটনা এবং ক্ষমতার বাইরে থাকার পরে বিভিন্ন জঙ্গি কার্যক্রমেও খালেদা জিয়া সম্পৃক্ত বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকুন আর বাইরেই থাকুন, দেশেই থাকুন আর বিদেশেই থাকুন নাশকতার সঙ্গে যুক্ত।

বিদেশিদের রেড অ্যালার্ট ও চলাফেরায় সতর্কতার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মধ্যে রাজনীতি আছে। সারা বিশ্বে যে জঙ্গিবাদের তৎপরতা চলছে, বাংলাদেশেও তা দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে যে মাত্রায় আছে তা অন্য দেশের চেয়ে কম। এ অবস্থায় বিদেশি বন্ধুদের বাংলাদেশে সতর্কতা জারি করা সঠিক নয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.