ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ৯.৯৪ শতাংশ

নভেম্বর ৯, ২০১৫

12ঢাকা বিশ্ববিদ্যাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন নয় দশমিক ৯৪ শতাংশ (সম্মিলিত) শিক্ষার্থী।

সোমবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে প্রকাশিত এ ফলে দেখা যায়, মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ৯০ হাজার ১শ ৩১ জন। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ জন। অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৫৩ জন শিক্ষার্থী।

সম্মিলিতভাবে পাস করেছেন ছয় হাজার ১শ ৭১ জন। শতকরা হারে যা অংশ নেওয়া পরীক্ষার্থীর নয় দশমিক ৯৪ ভাগ। এ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৪শ ৬৫টি।

কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে  (admission.eis.du.ac.bd ) ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে ফলাফল দেখা যাবে। এজন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে GHA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।

এ ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিভাগ পরিবর্তনকারী এ ইউনিটে সর্বাধিক আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। পাশাপাশি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন আসন সংরক্ষিত।

তবে পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরাই। এ বিভাগ থেকে নয় হাজার ৫শ ৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ৭শ ৪৭জন। পাসের হার ১৮.২৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগের সর্বাধিক ৩২ হাজার ৯শ ৯৫ জন অংশ নিয়ে পাস করেছেন দুই হাজার ৮শ ৮৫জন। পাসের হার আট দশমিক ৭৪ শতাংশ।

সবচেয়ে খারাপ করেছেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগের ১৯ হাজার ৫শ ২০ জন অংশ নিয়ে পাস করেছেন এক হাজার ৫শ ৩৯ জন। পাসের হার সাত দশমিক ৮৮ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চয়েজ ফরম পুরণ করতে বলা হয়েছে।

এছাড়া যারা বিভিন্ন কোটায় আবেদন করেছেন তাদেরকে ১০ থেকে ১৭ নভেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও বাইরের মোট ৮৭টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.