ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান প্রধান নিহত
ঢাকা জার্নাল: যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, শুক্রবার উত্তর ওয়াজিরস্তানে ড্রোন হামলায় পাঁচ সহযোগীসহ মেহসুদ নিহত হন।
এর আগে বেশ কয়েকবার হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার খবর প্রকাশ হলেও পরে তার সত্যতা মেলেনি। তবে শুক্রবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, সেনা ও জঙ্গি সূত্র থেকে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমরা নিশ্চিত যে, ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন।”
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডনের অনলাইন সংস্করণে বলা হয়, উত্তর ওয়াজিরস্তানের দান্দে দারপাখেল এলাকার একটি মসজিদে বৈঠক শেষে সেখানে থেকে চলে যাওয়ার পথে তার গাড়িতে ড্রোন হামলা হয়।
হামলায় তালেবান কমান্ডার আব্দুল্লাহ বাহার মেহসুদ ও তারিক মেহসুদসহ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধানের পাঁচ সহচর নিহত হয়েছেন।
তবে তার নিহত হওয়ার ব্যাপারে পাকিস্তান সরকার বা তালেবানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।
উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরস্তানের প্রধান শহর মিরামশাহের পাঁচ কিলোমিটার উত্তরের দান্দে দারপাখেল এলাকা পাকিস্তানি তালেবানের ঘাঁটি হিসেবে পরিচিত।