ডেপুটি স্পিকারের কৈফিয়ত, আমার বুকে রক্ষ ক্ষরণ হচ্ছে না

জুন ২৪, ২০১৩
ParliamentSM2012030617590420130610083420ঢাকা জার্নাল: ডেপুটি স্পিকার কর্নেল (অব) মো. শওকাত আলী বলেছেন, “আমার বুকে রক্ষ ক্ষরণ হচ্ছে না। ব্যক্তিগত কৈফিয়তের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।
সোমবার দুপুরে সংসদে স্পিকারের আসনে আসেন ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলী। এসময় তিনি বলেন, “আমার ব্যক্তিগত কৈফিয়াত দেওয়ার সুযোগ নেই। তারপরও আমি সেই সুযোগটি নিতে চাই। গত রোববার একজন সদস্য বলেছেন, আমার বুকে রক্ত ক্ষরণ হচ্ছে। কিন্তু আমি বলছি- আমার বুকে কোন রক্তক্ষরণ নেই।”
তিনি বলেন, “আমার ছেলে ডাক্তার। সে আমার সঙ্গে থাকে। সেও আমাকে পরীক্ষা করে নিশ্চিত করেছে আমার কোন রক্তক্ষরণ হচ্ছে না।”

রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য ডেপুটি স্পিকারের উদ্দেশ্য রেহেনা আক্তার রানু বলেছিলেন, “তার  (ডেপুটি স্পিকারের) স্বপ্ন ছিলো স্পিকার হওয়ার। তা হতে না পেরে উনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।”
মূলত তার ওই বক্তব্যের জবাবেই ডেপুটি স্পিকার এ কথা বলেন।
সোমবার যোহরের আজানের আগে স্পিকারের অনুপস্থিতি স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার শওকত আলী।
ঢাকা জার্নাল, জুন ২৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.