ট্রাক উদ্ধারকারী ক্রেন ভেঙে নিহত ৪
ঢাকা জার্নাল: রাজধানীর পূর্ব জুরাইনে রাস্তার পাশে উল্টে পড়া একটি ট্রাক ক্রেন দিয়ে তোলার সময় তা উৎসুক লোকজনের উপর ভেঙে পড়ে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার রাত ৯টায় জুরাইন সেতু মার্কেটের পার্শ্ববর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। এদিন বিকেলেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
নিহতদের মধ্যে মধ্যে শিশু তারেক হাসান (৮)। সে থাকত জুরাইনের রেলগেটের পাশে আলমবাগ এলাকায়। তার বাবা আবদুর রশিদ, দেশের বাড়ি ফুলপুর ময়মনসিংহ। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
তারেকের বাবা জানান, রাত ৯টায় শ্যামপুর ধানাধীন ওই রাস্তায় ট্রাক তুলতে গিয়ে ক্রেনটি উল্টে যায়। এসময় তা তা ভেঙে উৎসুক জনতার ওপর পড়ে।
তিনি বলেন, “মার্কেটের পাশেই আমার প্রসাধনীর দোকান। দোকানের পাশে দাঁড়িয়ে আমার ছেলে তা দেখছিল।” ক্রেনটি তার উপর পড়লে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তারেক জুরাইন মাইনউদ্দিন বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
শ্যামপুর থানা উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান মুমূর্ষু অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ঘটনাস্থলে মধ্য বয়সী তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এদের নাম পাওয়া যায়নি। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
ঢাকা জার্নাল, মে ২৬, ২০১৩