আন্তর্জাতিক

টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

New Scotland Yard police headquarters is seen in Londonঢাকা জার্নাল:  টেলিফোনে আড়ি পাতার অভিযোগে ব্রিটেনের পুলিশ একটি জাতিয় দৈনিকের সম্পাদক, সহকারী সম্পাদক এবং আরও দুজন সাবেক সম্পাদককে গ্রেফতার করেছে।

চারজনই মিরর গ্রুপের কাগজের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

অবৈধভাবে সাধারণ গ্রাহকের মোবাইল ফোনের ভয়েস এসএমএস চুরি করে খবর প্রকাশ করার অভিযোগের সাথে মিরর গ্রুপের ঐ কাগজটি জড়িত বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।

ঘটনাগুলো মূলত ২০০৩-৪ সালের মধ্যেই ঘটেছে।এই সময়কালের উপর ভিত্তি করে তদন্ত কাজ চালিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের লন্ডনের বিভিন্ন পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

চারজনের মধ্যে সানডে মিররের সাবেক সম্পাদক টিনা উইভার এবং বর্তমানে পিপল পত্রিকার সম্পাদক জেমস স্কটকে আটক করা হলেও পরে তাদের জামিন দেয়া হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এপ্রিলের একটা সময়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

মিডিয়া জগতের টাইকুন বলে পরিচিত রুপার্ট মারডকের মালিকানাধীন খবরের কাগজের বাইরে এই প্রথম কোন সাংবাদিককে এধরনের অভিযোগে গ্রেফতার করা হলও।

এই গ্রেফতারের ঘটনাটি এমন সময় ঘটলো যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংবাদপত্রের নিয়ন্ত্রণের নীতিমালা পুনর্গঠন নিয়ে একটি আন্ত:দলীয় আলোচনা ভেঙে দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.