জয়ের পর যা বললেন জিম্বাবুয়ের আরভিন
ক্রীড়া ডেস্ক : ৭ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। তার আগে বৃহস্পতিবার বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে স্প্রিং বকরা। পাঁচজন জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া বিসিবি একাদশের বিপক্ষে তারা জয় পায় ৭ উইকেটে। এমন জয় নিঃসন্দেহে মূল সিরিজের আগে আত্মবিশ্বাস যোগাচ্ছে সফরকারীদের। বিষয়টি স্বীকার করেছেন ৯৫ রানের ইনিংস খেলা জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।
তিনি বলেন, ‘জয় দিয়ে যে কোনো সিরিজ শুরু করতে পারা ভালো ব্যাপার, বিশেষ করে কঠিন লক্ষ্যের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি উইকেট হাতে রেখে জিতলে ভালোই লাগে। এই প্রস্তুতিটা আমাদের কাজে লাগবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে এই জয় মূল সিরিজে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’
জয়টা সহজ ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার তেমন মনে হয় না। তবে জয়টা দারুণ কাজে দিবে। এখানকার উইকেট বেশ ভালো, আউটফিল্ডও খুব দ্রুত গতির। অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা ভালো। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দল বা ‘এ’ দলের বাইরেও কিছু ক্রিকেটার ছিল।’
ওয়ানডে সিরিজে এই জয়ের কোনো প্রভাব কাজ করবে কিনা জানতে চাইলে জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান জানান, ‘সেখানে ভালো করতে হলে অনুশীলন ম্যাচের আত্মবিশ্বাসের চেয়েও বেশি কিছু দরকার। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে আমাদের সিরিজটা ভালো যায়নি। তবে আমরা এখন তা পিছনে ফেলে এসেছি। সেটু ভুলে নতুন করে শুরু করতে চাই।এখানে খুব বেশি টার্ন নেই। যা আমাদের সাহায্য করেছে। উইকেটটা বেশ ভালো। আজকের ম্যাচটি হাই স্কোরিং ছিলো। এখানে অনেক বেশি বাউন্ডারি পাওয়া যায়। তবে দুই রান নেয়া কঠিন। গরমটাও বেশি।’