জিয়া খানের মৃত্যুর কারণ জানা গেছে

জুন ৬, ২০১৩

0,,16857219_303,00ঢাকা জার্নাল: ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী জিয়া খান সোমবার রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর পুলিশ পোস্টমর্টেম রিপোর্টে নিশ্চিত করেছেন যে, জিয়া আত্মহত্যা করার আগে নেশাগ্রস্থ ছিলেন।

রিপোর্টে পুলিশ নিশ্চিত হয়ে বলেন যে, গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকার ফলে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আর আত্মহত্যা করার আগে তিনি নেশাদ্রব্য গ্রহণ করেছিলেন। পোস্টমর্টেমে তার পাকস্থলীতে কিছু এলকোহল এবং বিষন্নতা নিরোধক ঔষধ পাওয়া গেছে।

বয়ফ্রেন্ড সুরাজ পাঁঞ্চলীর সাথে সম্পর্ক ভাল যাচ্ছিলনা জিয়া খানের। সোমবার দিনে এবং রাতেও তাদের ফোনালাপ হয়। এ সময় সম্পর্ক আর দীর্ঘায়িত হচ্ছেনা বলে কথা হয় দুজনের।

সর্বশেষ ফোন কল রেকর্ড অনুযায়ী, সোমবার রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত কথা হয় জিয়া ও সুরাজের। পুলিশ রিপোর্ট অনুযায়ী রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আত্মহত্যা করেন জিয়া খান।

ক্যারিয়ার নিয়ে হতাশা আর প্রেমের সম্পর্ক বিচ্ছেদের কষ্টই তাকে এ আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন পুলিশ।

সকল ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জিয়া খানকে মুম্বাইয়ের শান্তা ক্রুজ গোরস্থানে দাফন করা হয়।

ঢাকা জার্নাল, জুন ০৫, ২০১৩

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.