জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মী দুই দিনের রিমান্ডে

অক্টোবর ২৫, ২০১৫

17বান্দরবান: বান্দরবানে গ্রেফতার হওয়া জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, গ্রেফতার ৪২ নেতাকর্মীকে বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের মধ্যে ৩১ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার হওয়া ৪২ জনের মধ্যে অধিকাংশই স্কুলছাত্র। বয়স কম হওয়ায় তাদের মধ্যে ৩১ জনকে দুই দফায় যুগ্ম জেলা জজের আদালত ও বাকি ১১ জনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ডের আবেদন করলেও আদালত পৃথক পৃথকভাবে আবেদন করার জন্য পুলিশকে নির্দেশ দেয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মশিউর রহমান  জানান, সোমবার ১১ জনের শুনানি অনুষ্ঠিত হবে। গ্রেফতার ৪২ জনের বিরুদ্ধেই সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) শহরের ইসলামি পাঠাগার কার্যালয়ে গোপন বৈঠক থেকে পৌর জামায়াতের আমির রেজাউল করিম, জেলা শিবিরের সভাপতি ইমরানুল হক, জামায়াত নেতা সাতকানিয়ার অলি আহম্মদ বীর বিক্রম কলেজের প্রভাষক হামিদ হাসানসহ ৪২ নেতাকর্মীকে আটক করা হয়।

অক্টোবর ২৫, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.