জাপানি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’
ঢাকা জার্নাল: জাপানি ভাষায় অনূদিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। জাপানের নামি প্রকাশনা প্রতিষ্ঠান দ্য আশাহি শোতেন প্রকাশনী বইটি প্রকাশ করেছে।
শনিবার (০১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৬০০ পৃষ্টার এই বইটি জাপানি ভাষায় অনুবাদ করেছেন দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর বাংলা বিভাগের প্রধান প্রোগ্রাম পরিচালক মি. কাজুহিরো ওয়াতানেবে।
জাপানি ভাষায় অনূদিত বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে শুক্রবার (৩১ জুলাই) ঢাকায় পৌঁছেছেন মি. ওয়াতানেবে।
রোববার (০২ আগস্ট) প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বইটি হস্তান্তর করবেন তিনি।
এসময় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানি ভাষায় অনূদিত হওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও চিন্তা এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে বুঝতে জাপানিদের সুবিধা হবে।
একই সঙ্গে এটি বাংলাদেশ-জাপানের জনগণের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলেও মনে করেন তারা।
ঢাকা জার্নাল, আগস্ট ০১, ২০১৫