জাতীয় নির্বাচনে ইসিকে সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত সচিবরা

নভেম্বর ৭, ২০১৩

527b943a4c316-secঢাকা জার্নাল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত সরকারের সচিবেরা। 

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সচিবদের এক বৈঠকের পর মান্ত্রপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা বলেন।

সরকার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেকোনো ধরণের সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে রুল অব বিজনেস অনুযায়ী।  নির্বাচনকালীন সরকার কী ধরনের হবে বড় বিষয় নয়। যে ধরনের মন্ত্রিসভা থাকুক, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সময়ে কেউ যাতে কাজে স্থবিরতা বা শিথিলতা না দেখায়, সে জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে সচিবেরা বলেছেন সরকার একটি চলমান প্রক্রিয়া। এখানে শূন্যতার কোনো সুযোগ নেই। সরকারের ধারাবাহিকতা রক্ষায় সচিবেরা প্রয়োজনীয় কাজ করে যাবেন।

সভায় ৫৪ জন সচিব উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রায় ২০ জন সচিব বক্তব্য দিয়েছেন বলেও তিনি জানান।

ঢাকা জার্নাল, নভোম্বর ৭, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.