জরুরি ভিত্তিতে চার হাজারের বেশি নার্স নিয়োগ হচ্ছে
ঢাকা জার্নাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণ ও সংকট মেটাতে ৪ হাজার ১২৬টি শুন্যপদে নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূ্ইঁঞা সাংবাদিকদের এ তথ্য দেন।
মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে সচিব বলেন, “নিয়োগ শিথিল করে নার্স নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের হাসপাতালগুলোতে নার্সের সংকট মেটাতে এর আগে প্রধানমন্ত্রী ৫ হাজার নার্স নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ মন্ত্রিসভায় ৪ হাজার ১২৬টি শুন্য পদে নার্স নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সিনিয়র স্টাফ নার্সের শুন্য পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ নিয়োগের সময়সীমা ৩৬ বছর নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নার্স নিয়োগের জন্য একটি নিয়োগ বিধি আছে। কিন্তু এ নিয়োগ বিধি কখনও মানা হয়না। কারণ প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা কম। তাই নিয়োগ শিথিল করে নার্স নিয়োগ দেওয়া হয়।”
সচিব বলেন, “নার্সের পদ আপগ্রেড করা হয়েছে, যা বাস্তব সম্মত নয়। রেজাল্ট অনুযায়ী মেধাক্রমে নিয়োগ করা হয় আগে। যারা পাশ করেছে তাদের নিয়োগ করা হয়েছে।” ‘জরুরি ভিত্তিতে এ নিয়োগ সম্ভব হবে’ যোগ করেন মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
ঢাকা জার্নাল, জুন ১৭, ২০১৩