বিনোদন

চুমুতে ক্লান্ত ইমরান !

emran-hashmi-kissing-videos-789ঢাকা জার্নাল:  ইমরান হাশমি ইদানিং বেশ বৈচিত্রময় চরিত্রে অভিনয় করছেন।  তারপেরও এখনো কিন্তু তার শরীর থেকে সিরিয়াল কিসার তকমাটা যায়নি। জানা গেছে, এখনো অনেক পরিচালকই তার কাছে এই ধরনের চরিত্র নিয়ে আসেন। তবে পর্দায় ক্রমাগত নায়িকাদের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করতে করতে নাকি এখন ক্লান্ত বোধ করছেন এই অভিনেতা।

এ বিষয়ে সম্প্রতি একটি পত্রিকায় সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘পর্দায় চুমুর দৃশ্য করতে করতে আমি ক্লান্ত। আমার এটা করতেই হয় কারণ এটি আমার নামের সমার্থক হয়ে গেছে। এছাড়া ছবিতে আমি থাকলেই পরিচালক ও প্রযোজকরা এই ধরনের উপাদান যুক্ত করতে চান। তাই আমি এটিকে খুব বেশি গুরুত্ব দেই না।’
তবে বলিউডে নিজের প্রায় ১০ বছরের ক্যারিয়ারে আগের চেয়ে এখন অনেক সন্তুস্ট বলে জানিয়েছেন ইমরান। শুরু থেকে নিজের ইমেজ সম্পর্কে তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি অনেকদিন ইন্ডাস্ট্রিতে গ্রহণযোগ্যতা পাইনি। তবে দর্শকরা আমাকে গ্রহণ করলো কিনা তা অবশ্য আমার কাছে মুখ্য ছিল না। আমি অন্য অভিনেতাদের সঙ্গে নিজের তুলনা করতে চাইনা।’
তিনি আরো বলেন, ‘ধিরে হলেও আমার মনে হয় আমি জায়গাটা করতে পারছি। আমি খুব খুশি যে বিশাল ভরদ্বরাজ এবং করন জোহরের নির্মাতারা আমাকে অ্যাপ্রোচ করতে শুরু করেছে।’hot-imran-hashmi copy
উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ইমরান অভিনীত আলোচিত ছবি ‘এক থা ডায়েন’। যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। তাছাড়া এখন মুক্তির প্রতিক্ষায় আছে বিদ্যা বালানের সঙ্গে ইমরান অভিনীত রাজকুমার গুপ্তার ছবি ‘ঘনচক্কর’।
আর ইমরানের জন্য সবচেয়ে খুশির খবর হলো সামনে তিনি অভিনয় করতে যাচ্ছেন করন জোহরের প্রযোজনা সংস্থার ছবি ‘আনগ্লি’ এবং হলিউডে ‘নো ম্যানস ল্যান্ড’ খ্যাত অস্কার জয়ি বসনিয়ান পরিচালক ড্যানিস টেনোভিকের আসছে ছবিতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.