চুমকি তিন বছরের জন্য কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান

জুন ১৮, ২০১৩

Chumki Apaঢাকা জার্নাল: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, কমনওয়েলথ মহিলা মন্ত্রীগণ যেসব সুপারিশে ঐক্যমতে পৌঁছাবেন তা আগামী তিন বছরে বাস্তবায়িত হবে। চেয়ারম্যান এই সমস্ত কার্যক্রম তদারকি করবেন ।

সোমবারা থেকে ঢাকায় শুরু হওয়া ১০ম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের ৩ দিন ব্যাপী সম্মেলন চলছে। এই সম্মেলনের সভাপতিত্ব করছেন মেহের আফরোজ চুমকি।

গত ১৫ তারিখ থেকে শুরু হওয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পার্টনার ফোরামের মিটিং এর সুপারিশ এবং নারী উদ্যোক্তা সহায়তা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সুপারিশ এই সম্মেননে উত্থাপন করা হবে ।

ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.