চুদুরবুদুর চলছে না

জুন ২৬, ২০১৩

chudurbudur-350x218ঢাকা জার্নাল: চুদুরবুদুর আর  চলছে না। মঙ্গলবার রাতেই চুদুরবুদুর বন্ধ করে দিয়েছে বিটিআরসি। মঙ্গলবার হ্যকাররা চুদুরবুদুর ডটকম নামের  ওয়েব অ্যাড্রেস খুলে সেখানে জাতীয় সংসদের ওয়েব সাইটটির সবকিছু চুদুরবুদুর ডোমেইনে আপ করে।

এরপর থেকে ‘চুদুরবুদুরডটকম’ লিখলে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবপেজটি খুলে যাচ্ছিল। বিষয়টি প্রথম জানাজানি হয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে মঙ্গলবার বিকেলে ওয়েব অ্যাড্রেসটি হ্যাকড হয়। তারা নকল ঠিকানাটি বন্ধ করার চেষ্টা করছেন।

পরে রাতে তা বন্ধ করে দেয়।

তবে আইটি এক্সপার্টরা বলছেন, সংসদের মূল ওয়েবসাইট থেকে সোর্স ফাইলগুলো কপি করে চুদুরবুদুর ডটকমের ডোমেইনে পেস্ট করা হয়েছে। যে কারণে সংসদের মূল সাইটের মতোই দেখা যাচ্ছে এ সাইটটি। বাংলাদেশ জাতীয় সংসদের প্রকৃত ওয়েব ঠিকানা https://www.parliament.gov.bd। এ ঠিকানাতেও সাইটটি খুলছে। আবার সংসদের ওয়েবপেজটি https://www.chudurbudur.com/ ঠিকানায় খোলা সম্ভব হচ্ছে।

গত ৯ জুন বিএনপির এমপি রেহানা আক্তার জাতীয় সংসদে বলেছিলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।’ তারপর থেকে এ বাক্যটি নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক বিতর্ক চলছে।কলকাতার আনন্দবাজার পত্রিকা এ নিয়ে দুটি প্রতিবেদন ছাপে। পত্রিকাটি লেখে-চুদুরবুদুর কোনো গালি নয়। এটি আঞ্চলিক শব্দ। এর অর্থ টালবাহানা, বাড়াবাড়ি, গড়িমসি।

এ শব্দটি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ উত্তপ্ত করে তোলেন। তারা রেহানা আক্তার রানুর তীব্র সমালোচনায় মুখর হন। একজন বলেন, এই শব্দটি বিশেষ পেশার মেয়েরা ব্যবহার করে।

কিন্তু সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদের কার্যপ্রবাহ থেকে ‘চুদুরবুদুর’ বাদ (এক্সপাঞ্জ) করা হবে না।

ঢাকা জার্নাল, জুন ২৬, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.