‘চীন ধোয়া তুলশীর পাতা. ভারত মাথাব্যাথা’

জুন ৬, ২০১৩

tofael-sm0520130605113939ঢাকা জার্ননাল: বিরোধী দলের উদ্দেশে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, “কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য চীন স্ট্যাডি করলে দোষ নেই, আর ভারত করলেই বিরোধী দলের মাথাব্যাথা শুরু হয়।”

নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণের জন্য ভারতের স্ট্যাডি করার অনুমতি চাওয়া নিয়ে বিরোধীতা করেন মওদুদ আহমেদ।

মওদুদ আহমেদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তোফায়েল আহমেদ বলেন, “বিরোধী দলীয় সদস্য যেভাবে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়েছেন, তা বিধি মোতাবেক হয়নি। এটা একটা স্টেটমেন্ট হয়েছে।”

তিনি বলেন, “কন্টেইনার টার্মিনাল নির্মাণের যে অভিযোগ তুলেছেন তা সত্য নয়। ভারতীয় একটি কোম্পানি কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য স্ট্যাডি করার অনুমতি নিয়েছে মাত্র।

কোনো বিদেশি কোম্পানি এফডিআই’র আলোকে বিনিয়োগ করতে চাইলে আগে স্ট্যাডি করে। আমাদের এখানে ভারত স্ট্যাডি করলে বিরোধী দলের কাছে তা দোষ হয়ে যায়। কিন্তু চীন যখন করে তখন তো তারা কিছু বলেন না।”

আশুগঞ্জে ইউরিয়া সার কারখানা চীন করছে, আগে তারা স্ট্যাডি করেছে উল্লেখ করেন তোফায়েল।

প্রধানমন্ত্রী ভারতে গিয়ে দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, “আপনারা এটা নিয়ে সংসদে আলোচনা করতে চাইলে নোটিশ দেন। আমরা বিস্তারিত আলোচনা করতে রাজি আছি।”

শেখ হাসিনার সরকার কোনো দিনই দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে পারে না- দৃঢ় কণ্ঠে বলেন তোফায়েল আহমেদ।
ঢাকা জার্ননাল, জুন ৫, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.