চট্টগ্রামে তারেকের কুশপুতুল দাহ

মে ৩১, ২০১৩

tareq020130531065238ঢাকা জার্নাল: বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদকে আইনি নোটিস দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুতুল দাহ করেছে ছাত্রলীগ।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়েজিত মানববন্ধন শেষে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,‘তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দুর্নীতি করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। রাজনীতি করবে না মুচলেকা দিয়ে বিদেশে গেলেও তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

তারা বলেন,‘দুনীর্তির মামলায় তারেক রহমান একজন ফেরারি আসামি। ইন্টারপোলের মাধ্যমে আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা কার্যকর করতে হবে। আইন অনুযায়ী তার শাস্তির দাবি জানাই।’

সমাবেশে বক্তারা বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে আইনি নোটিসের প্রতিবাদ জানান।
সমাবেশে ‌উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সা‌ঈদীর সভাপতিত্বে সহ-সভাপতি ‌মো. আলাউদ্দিন,সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সহ ছাত্রলীগ নেতারা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জামাল খান সড়ক ও চেরাগী পাহাড় মোড় হয়ে ফের প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারেক রহমানের কুশপুতুল দাহ করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮ ৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৩

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.