26প্রচুর ধনরত্ন নিয়ে প্রায় সাড়ে ৩ হাজার বছর ধরে নির্ঝঞ্ঝাটে কবরে শুয়েছিলেন গ্রিসের এক যোদ্ধা। সম্প্রতি তাঁর ‘ঘুম ভাঙালেন’ এক দল মার্কিন প্রত্নতত্ত্ববিদ। কবর খুঁড়তেই তাঁদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। কবরে শায়িত সেই যোদ্ধার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধনরত্নের সম্ভার। এমনকী তাঁর শরীরেও ছিল সোনা ও রত্নখচিত গয়না। তাঁর তরবারিটাও অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। কবরটি ২.৪ মিটার লম্বা, ১.৫ মিটার চওড়া। প্রত্নতত্ত্ববিদরা বলছেন, গ্রিসে গত ৬৫ বছরের মধ্যে এ রকম কোনও কবর আবিষ্কার হয়নি। তাঁরা পরীক্ষা করে দেখেন, গয়নাগুলি মিনোয়ান সভ্যতার। ২০০০ খ্রিস্ট পূর্বাব্দে ক্রিট দ্বীপে এই সভ্যতার আবির্ভাব হয়।