গ্যাস সরবরাহে সিস্টেমলস নেই, দাবি প্রতিমন্ত্রীর

জুন ১৩, ২০১৩
enamulঢাকা জার্নাল: বিগত তিন অর্থ বছরে গ্যাস বিতরণ কাজে সিস্টেমলস নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপতি এম আব্দুল লতিফের লিখিক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
সিস্টেমলস হচ্ছে না এর যুক্তি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “গ্যাস কারচুপি ও অবৈধ গ্যাস ব্যবহার রেধে কোম্পানির পরিকল্পনা বোর্ডের সিদ্ধান্ত ও মন্ত্রণালয়ের অ্যাকশন প্লান অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক টিম গঠন করে ভিজিলেন্স ডিভিশনের নিয়ন্ত্রণে বছরে ৪ বার ত্রিশ কর্ম দিবস বিশেষ পরিদর্শন ও সংযোগ বিচ্ছিন্ন করণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
তিনি জানান, লোড ইনটেনসিভ শিল্প প্রতিষ্ঠান এবং স্মল পাওয়ার প্লান্ট গ্রাহকদের টেলিমিটারিং সিস্টেমের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।
নারায়নগঞ্জ সোনারগাঁও এলাকায় সিস্টেমলস হ্রাস করণে শিল্প ক্যাভাটিভ পাওয়ার ও সিএনজি শ্রেণীভূক্ত গ্রাহকদের ইভিসিযুক্ত মিটার স্থাপনের লক্ষে প্রয়োজনীয় সংখ্যক আমদানীর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএসটিআইয়ের সহযোগিতায় উন্নত জ্বালাণী সাশ্রয়ী চুলার মান নির্ধারণ ও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন যুক্তি জাতীয় সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।
ঢাকা জার্নাল,  জুন ১৩, ২০১৩ 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.