গোলাম আযমের রায়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০১৩

PM-bg20130716013955ঢাকা জার্নাল: একাত্তরে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী প্রমাণিত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের চূড়ান্ত দিনে তার সমাপনী ভাষণে এ প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘ দিনের অপেক্ষা ও অনেক চেষ্টার পর জামায়াত নেতা গোলাম আযমের বিচার হয়েছে। এই বিচারে গোলাম আযমের সাজা হয়েছে, এতেই আমি সন্তুষ্ট’।

তিনি আরও বলেন, ‘গোলাম আযমের বিচার হয়েছে। সাজা কি হয়েছে সেটা আদালতের বিষয়। এ নিয়ে আমি কথা বলতে চাইনা। তবে এতদিন পর এ নিকৃষ্ট পাপিষ্ঠের যে বিচার হয়েছে তাতে আমি সন্তুষ্ট।’

মঙ্গলবার দুপুর ১২ টা ৫০ মিনিটে চলমান সংসদের সমাপনী ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণে আরও বলেন, ‘চলমান অধিবেশনে মহাজোট সরকারের শেষ বাজেট পাস হয়েছে। এ বাজেট একটি যুগান্তকারী বাজেট। তবে সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে এ বাজেট হওয়ায় এর পুরোটাই বাস্তবায়ন করা সম্ভব হবে না। তবে দেশবাসী যদি আবার আমাদের ক্ষমতায় আনেন তবে বাজেটের পুরোটাই বাস্তবায়ন করব।’

প্রধানমন্ত্রী চলতি অধিবেশনে বিরোধী দল যোগদান করায় তাদের ধন্যবাদ জানান। তবে কিছু সংসদ সদস্যের কুরুচিপূর্ণ বক্তব্য জাতির জন্য অপমানজনক বলেও উল্লেখ করেন তিনি।

নিজের বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ‘আমাদের আমলে ৯২ থেকে ৯৩ ভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হয়েছে। মানুষের আয় বেড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মূল্যস্ফীতি ৭ ভাগ নামিয়ে এনেছি। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা চালু করেছি।’

এ সময় বিরোধী দল বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের আমলে এই সংসদের দুই জন সংসদ সদস্য শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে খুন করা হয়েছিলো। বুয়েটের মেধাবী ছাত্রী সানিকে হত্যা করা হয়েছিলো, যুবদল ও ছাত্রদলের হাতে বাবার কোলে শিশু হত্যার শিকার হয়েছিলো। নিজ দলের ব্যবসায়ী জামাল উদ্দিনকে চাঁদার জন্য তারা হত্যা করেছিলো।’

তিনি বলেন, ‘আমাদের আমলে হাওয়া ভবন, খোয়াব ভবন সৃষ্টি হয়নি। আমরা অপরাধীদের শাস্তি দিয়েছি। বিশ্বজিৎ হত্যাকারীরা কেউ ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়। ওরা ছাত্রলীগের সদস্য হওয়ার আবেদন করেছিলো। তবুও তাদের বহিষ্কার করা হয়েছে। এসব হত্যাকারীদের অনেকের পরিবারের সদস্যরা জামায়াত-বিএনপির সঙ্গে জড়িত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তদের দমনে ৬০০ নেতাকর্মীদের আটক করেছি। এটা এদেশের ইতিহাসে এবারই প্রথম। যেখানেই এ ধরনের ঘটনা ঘটেছে ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়েছি। অভিযুক্তদের আটক করেছি।’

নির্বাচন কমিশন সম্পর্কে বলেন, ‘আমাদের আমলে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন করেছি সবগুলোতে পরাজিত হয়েছি। তাতে আমরা বিচলিত নই। কারণ আমরা চেয়েছি জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এখন নির্বাচন কমিশন সবচাইতে বেশি স্বাধীন। আমরা মানবাধিকার কমিশন গঠন করেছি, তথ্য কমিশন গঠন করেছি।’

ঢাকা জার্নাল, জুলাই ১৬, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.