গাজীপুরে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

জুলাই ৩০, ২০১৩

images (1)ঢাকা জার্নাল: গাজীপুর মহানগরের কাউলতিয়া ও নীলেরপাড়ায় একইদিনে পানিতে ডুবে দাদা-নাতিসহ ৩ জন মারা গেছেন।

সোমবার দুপুরের দিকে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো- নীলেরপাড়া এলাকার দাদা আবদুল খালেক শেখ (৬০) ও তার নাতনি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাথী আক্তার (১৪) এবং কাউলতিয়া এলাকার হারুন অর রশিদের শিশুপুত্র নাফিজ (১০)।

পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে নীলেরপাড়া এলাকায় বাড়ির পাশে বিলে তাল কাঠের নৌকায় করে ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে দাদা আবদুল খালেক শেখ ও নাতনি সাথী আক্তারের মৃত্যু হয়।

নিহত খালেকের ভাই আবদুল আজিজ শেখ জানান, সকালে তার বড়ভাই আবদুল খালেক বিলে তালকাঠের নৌকা নিয়ে ঘাস কাটতে যান। এ সময় তার নাতনি সাথী ও ভাতিজি ইমা শাপলা তুলে দেয়ার বায়না ধরে ওই নৌকায় ওঠে। তারা শাপলা ফুল উঠানোর সময় হঠাৎ নৌকাটি উল্টে যায়। এতে তিনজনই পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেক ও সাথীকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অবস্থায় ইমা (১০) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে, বেলা ২টার দিকে মহানগরীর কাউলতিয়ায় শিশু নাফিজ পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জার্নাল, জুলাই ২৯, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.