গণজাগরণ মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ

মে ৬, ২০১৩

2013-05-06-04-37-03-5187336f6d2a2-moncho-01ঢাকা জার্নাল: শাহবাগের গণজাগরণ মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে পুলিশ এসে শাহবাগ মোড়ে স্থাপিত অস্থায়ী মঞ্চটি ভেঙে দেয়া হয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম জানান, হঠাৎ করে রাত ৩টার দিকে পুলিশ এসে গণজাগরণ মঞ্চটি ভেঙে দেয়। তবে এ সময় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এদিকে গণজাগরণ মঞ্চ ভেঙে দেয়ার প্রতিবাদে শাহবাগে সোমবার সকালে অবস্থান নেয়ার পরিকল্পনা করছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি।

এর আগে রাত ২টার দিকে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে স্থাপিত মঞ্চ ভেঙে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘সোমবার ভোরে ৪-৫শ’ পুলিশ সদস্য গণজাগরণ মঞ্চের অস্থায়ী স্থাপনা সরিয়ে নেয়। তবে কেন তা সরিয়ে নেয়া হলো তা আমি জানি না।’

তিনি বলেন, ‘যদি কোনো কর্মসূচি ঘোষণা করা হয় তবে তা সবার সঙ্গে সভায় বসে সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়। তখন থেকেই একটানা এ মঞ্চ থেকে ব্লগারসহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.