খালেদা জিয়ার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৩ জুলাই

জুন ১৮, ২০১৫
Khaledaঢাকা জার্নাল: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুই মামলায় খালেদা জিয়ার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৩ জুলাই ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৪৫ মিনিটে আদালত এ রায় দেন।

এ সময় খালেদা জিয়ার পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মামলার বাদি হারুনুর রশিদকে আংশিক জেরা করেছেন।

এর আগে খালেদা জিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার গুলশানের বাসভবন থেকে বকশিবাজারে বিশেষ আদালতের উদ্দেশে বের হন।
রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলা দুটির বিচার কার্যক্রম চলছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেছিল। গত ২৫ মে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাক্ষীদের জবানবন্দি নেয়া হয়।
পরে খালেদার পক্ষে তার আইনজীবীরা বাদির সাক্ষ্য বাতিলের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে আসামিকে জেরা করার আদেশ দেন। সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণ আজ ১৮ জুন পর্যন্ত স্থগিত করা হয়।
নিরাপত্তার অজুহাতে টানা কয়েকটি ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ৫ এপ্রিল তিন মাস পর কার্যালয় থেকে বেরিয়ে আদালতে আত্মসমর্পণ করে দুর্নীতির দুই মামলায় জামিন পান তিনি।
ঢাকা জার্নাল, জুন ১৮, ২০১৫।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.