খালেদা জিয়াকে তথ্যমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাকা জার্নাল- হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য বিএনপিসহ ১৮ দলীয় জোটকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সময়সীমা বেঁধে দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা চলছে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে নিহতের তালিকা প্রকাশ করুন, নয়তো মিথ্যাচার বন্ধ করুন।’
আর এ মিথ্যাচারের জন্য জাতির কাছে বিএনপিকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন তিনি।