Lead

খালেদা জিয়ার ফুল স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে

Home+ministerঢাকা জার্নাল: নরসিংদীগামী খালেদা জিয়ার গাড়ি ভেবে চাঁদপুরগামী স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলগীরের গাড়িতে ফুল ছিটিয়ে বোকা বনেছে নারায়ণগঞ্জের বিএনপিকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন রোববার বিকালে নরসিংদীতে জনসভায় যেগ দিতে যান নারায়ণগঞ্জের ওপর দিয়ে। একই পথে নিজের নির্বাচনী এলাকা চাঁদপুর যান স্বরাষ্ট্রমন্ত্রী।

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড থেকে শিরাইল মোড় পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিলেন বিএনপিকর্মীরা।

খালেদার গাড়িবহর পৌঁছনোর আগে দুপুর ২টার দিকে পুলিশ পাহারায় মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহর ওই পথ অতিক্রম করে।

ওই সময় বিএনপিকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ফুল ছিটাতে শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন  বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের গাড়ির বহর যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তার গাড়িতে ফুলের পাপড়ি ছিটায়।”

এবিষয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, “ভুল করে এটা হতে পারে।

“কারণ বিএনপি চেয়ারপার্সন ও স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি তো- একই রকম। তাই নেতাকর্মীরা বুঝতে না পেরে এমনটা করতে পারে।”

বিএনপিকর্মীদের ‘ফুলেল শুভেচ্ছা’ নিয়ে মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধীদলীয় নেতার সমালোচনা করেন।

কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার সরকারকে তিনি ভয় দেখিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবেন না। তিনি দিবা স্বপ্ন দেখছেন।

“বিরোধী দলের নেত্রীর তথাকথিত হুমকি-ধমকিতে আমরা কোনো সময় ভীত নই।”

নরসিংদীর জনসভায় খালেদা জিয়া নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে বলেন, তা না হলে শেখ হাসিনার সরকারকে বিদায় নিতে হবে।

ঢাকা জার্নাল, ৯ সেপ্টেম্বর, ২০১৩

সূত্র বিডিনিউজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.