ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তের সামনে স্যামি
ঢাকা জার্নাল: মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবেন তখন ক্যারিয়ারের সেরা একটি মুহূর্ত ছুঁয়ে যাবে ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামিকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে খেলার সেঞ্চুরি অর্জন করবেন তিনি। এ ধরনের রেকর্ড নিয়ে মাথা না ঘামালেও একে সেরা মুহূর্ত হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে স্যামি বললেন,‘সত্যিকার অর্থে আমি চাই ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে এবং মাঠে প্রত্যেক ম্যাচে আমার পারফরমেন্সের সবটুকু ঢেলে দিতে চাই। এই ম্যাচে আগের মতোই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখব নিজেকে। যদি আমাকে বাছাই করা হয় খেলার জন্য, তবে এই মুহূর্তকে আমি ক্যারিয়ারের অন্যতম আলোকচ্ছটা হিসেবে দেখব।’
২০০৪ সালে ওয়ানডে অভিষেক হওয়া স্যামি পাঁচটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় নম্বরে নেমে ৫০ বলে ৮৪ রানের ইনিংসই এখন পর্যন্ত সেরা। ৪.৫৬ গড়ে নিয়েছেন ৭১ উইকেট। স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গত বিশ্ব টি২০ তে শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দেওয়া তার সেরা অর্জন।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলেও ডোয়াইন ব্রাভোর নেতৃত্বে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়াবে বিশ্বাস সাবেক অধিনায়ক স্যামির,‘এর আগেও এমন সময়ের মধ্যে দিয়ে আমরা পার হয়েছি। কিন্তু যেভাবেই হোক আমরা ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাব।’
ঢাকা জার্নাল, ১৬ জুলাই ২০১৩