একাত্তরে পাকিদের অনুসারীরাই ব্লগার-লেখকদের হত্যাকারী

নভেম্বর ৩, ২০১৫

16নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, যারা একাত্তরে পাক বাহিনীর সঙ্গে যুক্ত ছিল তাদের অনুসারীরাই ব্লগার ও লেখকদের হত্যা করেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি তদন্ত করে ওইসব হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
উপাচার্য বলেন, আমরা সাধারণ মানুষ নিরাপত্তা চাই। কেননা দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে এই সাধারণ মানুষের নিরাপত্তার উপর। তাই রাষ্ট্রকে নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, সেদিনের বিশ্বাসঘাতক মুস্তাক ও তার দোসরদের চিহ্নিত করতে হবে। কেননা বঙ্গবন্ধু ও চার নেতার খুনীদের রায় কার্যকর এখন গণমানুষের দাবি।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এসএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়েকুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুর নবী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.