একাকী খালেদা

ডিসেম্বর ২৬, ২০১৩

Khaleda-new-11বাড়ি থেকে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেলেও আর কোনো নেতাকে ঢুকতে দেয়নি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার খানিকটা আগে কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে ছিল আগে থেকে।

খালেদার বাড়ি থেকে তার সঙ্গে আসা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাই কেবল ঢুকতে পেরেছেন কার্যালয়ে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ কার্যালয়ে ঢুকতে চাইলেও পুলিশ তাদের যেতে দেয়নি।

গাড়ি থেকে নেমে গুলশানের ওই ভবনের কাছেই অপেক্ষা করছেন সেলিমা ও সুলতানা। অফিসকর্মীদেরও পুলিশ ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

বুধবার চেয়ারপারসনের এই কার্যালয়ের সামনে পুলিশের ধরপাকড়ের বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্য কাউকে সেখানে দেখা যায়নি।

সেদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, সংসদ সদস্য শাম্মী আক্তার বাধার মুখে পড়েন। আর এ গনিকে বাড়িতে পৌঁছে দিলেও শাম্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাড়ি পোড়ানোর একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সরকারের আচরণে ক্ষোভ প্রকাশ করে বিএনপি বলেছে, তাদের ‘গণতন্ত্র অভিযাত্রা’য় বাধা দিতেই দলীয় চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পর রাতেই খালেদার গুলশানের বাড়ির পাহারায় পুলিশের সংখ্যা দ্বিগুণ করা হয়।

ওই বাড়িতে ঢোকার পথে বুধবার গ্রেপ্তার হন বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

পুলিশের বক্তব্য, বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থেই পাহারা জোরদার করা হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.