একজন মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিসেম্বর ১৪, ২০১৩

images (1)ঢাকা জার্নাল: বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী দিবসের আগের দিন শিবিরের ধাওয়ায় প্রাণ হারালেন একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ৪২ বছর পরে এ রকম একটি ঘটনা ঘটল। যা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক।

শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল এলাকায় শিবিরকর্মীদের ধাওয়া খেয়ে ভ্যান থেকে পড়ে গিয়ে হার্ট অ্যাটাকে শামছুল আলম (৫৭) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তিযোদ্ধা শামছুল আলম একই উপজেলার শালাইপুর বাজার থেকে ধান বিক্রি করে ভ্যান যোগে পাঁচবিবি ফেরার পথে ধুরইল এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ধাওয়া করে। এ সময় তিনি ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। সন্ধ্যায় তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হার্ট অ্যাটাকে তার মৃত্যূ হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এটিএন টাইমসকে জানান, মুক্তিযোদ্ধা শামছুল আলম পাঁচবিবি উপজেলা ভূমি অফিসের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়।

ঢাকা জার্নাল, ডিসেম্বর ১৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.