ঢাকা জার্নাল: ঋতুপর্ণা সেনগুপ্তর রোজনামচা ঠিক কীরকম? শুধুই কি নায়িকার সময় লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনেই কেটে যায়? সেটুকু তো পেশাগত কারণে থাকবেই, কিন্তু তার বাইরে কীভাবে অবসরে সময় কাটে নায়িকার?
রুপোলি পর্দার লাস্যময়ী নায়িকাকে এই গ্যালারিতে আবিষ্কার করুন নতুনভাবে।
ঢাকা জার্নাল, জুন ২, ২০১৩।