ঈদের ষষ্ঠ দিনের টিভি অনুষ্ঠান

আগস্ট ১৪, ২০১৩

Deoaler-Opare--BG20130814002016ঈদের ষষ্ঠ দিনের টিভি অনুষ্ঠান:

এটিএন বাংলা:
নাটক : ‘গাধাপুত্র’। প্রচার হবে রাত ৭টা ৪৫মিনিটে। রচনা ও পরিচালনায় সোহেল আরমান। ‘ওগো বিদেশিনী’। প্রচার হবে রাত ৮টা ৫০মিনিটে। রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনায় ইমরান হোসেন ইমু।

টেলিফিল্ম : ‘যদি ডাকো ফিরো আসবো’। প্রচার হবে বিকেল ৩টা ৫মিনিটে। রচনা শিহাব খান, পরিচালনায় এস আই সাকী। অভিনয়ে রোমানা, সজল, মম, শোয়েব, নাদের চৌধুরী, নাজহা, ফেরদৌসী লীনা প্রমূখ

চলচ্চিত্র : “বাদী থেকে বেগম”। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় মোহসীন। অভিনয়ে রাজ্জাক, ববিতা, খলিল, মায়া হাজারিকা, ফখরুল হাসান বৈরাগী প্রমূখ।

চ্যানেল আই
নাটক : ‘ফাইন জামাই’। প্রচার রাত ৭টা ৫০ মিনিট। রচনা গিতালী হাসান ও পরিচালনা রবিন খান। অভিনয়ে চিত্র নায়ক আমিন খান, বিন্দু, তিশা, ফারুক আহমেদ, শিরিন আলম প্রমূখ। ‘আহা কি আনন্দ আকাশে বাতাশে’। প্রচার ৯ টা ৩৫ মিনিট। রচনা এম আসলাম ও পরিচালনা মনিরুজ্জামান লিপন। অভিনয়ে চিত্রনায়িকা মৌসুমী ও শিশুশিল্পী আলভী খান ছাড়াও আরো অভিনয় করেছেন একঝাঁক পাপেট।

টেলিফিল্ম : ‘স্বপ্ন কারিগর’। প্রচার বেলা ২ টা ৩০মিনিট। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয়ে সাবি, প্রাণ রায় প্রমূখ।
এছাড়াও থাকছে ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের ৮ পর্বের ‘কক্সবাজারে কাকাতুয়া’। জনপ্রিয় নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন তৈরি করেছেন এ ধারাবাহিকটি। ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস্ সুমন, অর্ষা, সীমান্ত প্রমূখ। প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে।

একুশে টেলিভিশন
নাটক : `সুচনার সমাপন`। প্রচার সন্ধ্যা ৭টা ২০ মিনিট। টুটুল চৌধুরীর রচনা এবং মিজানুর রহমান লাবুর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, টুটুল চৌধুরি, হোমায়রা হিমু, সাজ্জাদ রেজা, আবুল কাশেম, পারভীন মেহবুবাসহ আরও অনেকে।
`খ্যাতি`। প্রচার রাত ১০টা। মুজতবা আহমেদ মুরশেদর রচনা এবং মিজানুর রহমান লাবুর পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা মিম প্রমূখ। `মেঘের পরে`। প্রচার রাত ১১টা ২০ মিনিট। সুজাত শিমুলের রচনা এবং দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রোমানা, কাজী শিলা, মোহর, সিক্তা অধিকারী, অরন্যসহ আরও অনেকে।

টেলিফিল্ম : `একটি নীল জোছনা ও অমাবস্যার গল্প`। প্রচার বিকেল ৪টা ৩০ মিনিট। আনোয়ার হোসেনের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন রোমানা, আনিসুর রহমান মিলন।

চলচ্চিত্র : মধুর মিলন। প্রচার দুপুর ১২ টা ৩০ মিনিট। এ ছবিতে অভিনয় করেছেন শাবনূর, ওমর সানি, সোনিয়া, আহমেদ শরীফ, খালেদা আক্তার কল্পনা, দিলদার। ছবিটি পরিচালনা করেছেন বাদল খন্দকার।

এনটিভি
নাটক: `মুখোশ জীবন`। প্রচার রাত ১১টা ১৫ মিনিট। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- তৌকির আহমেদ, বিপাশা হায়াত, কুমকুম হাসান, কেয়া প্রমূখ।

টেলিফিল্ম: ‘জেসমিন ও তার এক গুচছ ফুল’। প্রচার দুপুর ২টা ৩৫ মিনিট। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন- অপি করিম, ইন্তেখাব দিনার, অহনা, সাবিহা জাহান, হারুন, রিপন প্রমূখ।

চলচ্চিত্র : ‘রংবাজ’। প্রচার সকাল ১০টা ০৫ মিনিট। জহুরুল হকের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- রাজ্জাক, ববিতা প্রমূখ।

বাংলাভিশন
নাটক : ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫মিনিটে। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়েঃ মোশারফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, আরফান, আহসান কবির, হারুণ, রিপন প্রমুখ। ‘দেয়ালের ওপারে আছে আকাশ’। প্রচার হবে রাত ৮টা ১০মিনিটে। রচনায় কবির বকুল, পরিচালনায় নুজহাত আলভী আহমেদ। অভিনয়ে অপি করিম, সজল প্রমূখ।
৬ পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই আদর’। প্রচার হবে রাত ১১টা ১০মিনিটে। রচনায় কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায়, হারুণ, তুলি, আফতাব, খদিজা, পঙ্কজ প্রমূখ। ‘নেশা’। প্রচার হবে রাত ১১টা ৫৫মিনিটে। রচনা ও পরিচালনায় ওয়াহিদ আনাম। অভিনয়ে চঞ্চল চৌধুরী, প্রভা প্রমূখ।

চলচ্চিত্র :‘ভালবাসার দুশমন’। প্রচার হবে সকাল ১০টা ১০মিনিটে। অভিনয়ে শাকিব খান, শাবনূর, মান্না প্রমূখ।
বৈশাখী
নাটক : ‘সাপকাহন’। প্রচার হবে রাত ১১টায়। রচনা পলাশ মাহবুব, পরিচালনায় হাছান মোর্শেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, হাসিন রওশন, শামীমা নাজনীন প্রমূখ। ‘গেন্দু চোরা’-১। প্রচার হবে রাত ১২টায়। রচনা ও পরিচালনায় এস এ হক অলিক।

চলচ্চিত্র : ‘গোলাপজান’। প্রচার হবে সকাল ১০টা ২৫মিনিটে। অভিনয়ে ফেরদৌস, মৌসুমী প্রমূখ।

দেশ টিভি
নাটক : `আড়ালে`। প্রচার হবে রাত ৭টা ৪৫মিনিটে। রচনা মঈন আহমেদ এবং পরিচালনায় আশরাফুল আলম রিপন। অভিনয়ে আফজাল হোসেন, রোমানা, প্রসূন আজাদ প্রমূখ। ঈদ ধারাবাহিক ‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’। প্রচার হবে রাত ৯টায়। রচনা ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়: আসাদুজ্জামান নূর, আলী যাকের, শহীদুজ্জামান সেলিম, মেহজাবিন প্রমূখ।

চলচ্চিত্র : লাইলি মজনু। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় ইবনে মিজান। অভিনয়ে রাজ্জাক, আলমগীর, ববিতা, নূতন প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘সোনালী দিন রূপালী গান’। প্রচার হবে বিকেল ৩টায়। অংশগ্রহণে শশী এবং সুজন আরিফ। ‘কল এর গান’। প্রচার হবে রাত ৯টা ৪৫মিনিটে। অংশগ্রহণে সোলস।

মাছরাঙা
নাটক : বিশেষ ধারাবাহিক ‘মানিকজোড়’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় এম আর মিজান। অভিনয়ে মোশাররফ করিম, মিলন ভট্ট, শামীমা নাজনীন, হাসান ইমাম, আরফান প্রমূখ। ‘প্রতিপক্ষ’। প্রচার হবে রাত ৭টা ৪০মিনিটে। রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় শামীমা আকতার বেবী। অভিনয়ে অপূর্ব, রোমানা, শিরিন বকুল, আল মামুন, অবিদ রেহান প্রমূখ। ‘জামাই ধরা’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। রচনা সোহান খান। পরিচালনায় সঞ্জয় বড়ুয়া। অভিনয়ে আমিন খান, মেহজাবিন প্রমূখ।

টেলিফিল্ম : ‘বিনা মেঘে বৃষ্টি’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, ফারাহ রুমা, মুনমুন আহমেদ প্রমূখ।

চলচ্চিত্র : ‘মা আমার স্বর্গ’। প্রচার হবে সকাল ৯টা ৪০মিনিটে। পরিচালনায় জাকির হোসেন রাজু। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা।

সঙ্গীতানুষ্ঠান :‘চিরসবুজ গান’। প্রচার হবে দুপুর ১টায়। উপস্থাপনায় দিনাত জাহান মুন্নী।
স্টুডিও ফোনোলাইভ কনসার্ট ‘রাঙারাত’। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। অংশগ্রহণে মাকসুদ ও ঢাকা।

চ্যানেল নাইন
নাটক : `তিনি একজন নিতান্তই ভদ্রলোক`। প্রচার হবে রাত ৭টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তৌকির আহম্মেদ, অপর্ণা ঘোষ প্রমূখ।
‘ছাপা খানায় একটি ভূত থাকে’। প্রচার হবে ৮টা ২০মিনিটে। রচনায় আনিসুল হক। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, রিফাত চৌধুরী প্রমূখ।

টেলিফিল্ম: `একটি প্রশ্ন এবং…`। প্রচার হবে দুপুর ২টা ৩৫মিনিটে। রচনা ও পরিচালনায় আমিরুল ইসলাম অরুন। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আরমান পারভেজ মুরাদ, মাজনুন মিজান, লুৎফর রহমান জর্জ প্রমূখ।

চলচ্চিত্র : ‘ফুলের মত বউ’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় আজাদী হাসনাত ফিরোজ। অভিনয়ে শাবনূর, ফেরদৌস, আহমেদ রাজিব, আলমগীর প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : পালা গানের অনুষ্ঠান ‘ভাসান পালা-৫’। প্রচার হবে বিকেল ৪টা ৫০মিনিটে। পরিচালনা রুহুল তাপস। মিউজিকাল লাইভ অনুষ্ঠান। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। পরিচালনা সাইফ উদ্দিন রিফাত।

আরটিভি
নাটক : যাত্রাভঙ্গ [৬ষ্ঠ পর্ব]। প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩মিনিটে। রচনা ও পরিচালনায় শিমুল সরকার। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম, রুনা খান প্রমূখ।
‘চতুর জামাই’। প্রচার হবে রাত ৭টা ১০মিনিটে। রচনা লিটু সাখায়াত । পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে মিলন, মৌটুসী, কে এস ফিরোজ প্রমূখ।
‘স্পর্শের বাইরে তুমি’। প্রচার হবে রাত ৯টা ২০মিনিটে। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে তাহসান, অপর্ণা প্রমূখ। ‘ছেলেটি নিরবে চলে গেল’ [৬ষ্ঠ পর্ব]। প্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। রচনা কাজী শাহিদুল ইসলাম। পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মীর সাব্বির, আখম হাসান, ফজলুর রহমান বাবু, প্রভা, লিজা, ছন্দা ,সায়কা আহমেদ, মাসুম আজিজ, গোলাম হাবিব মধু প্রমূখ।

টেলিফিল্ম : একটি ঈদের জন্য। প্রচার হবে দুপুর ১২টা ১০মিনিটে। রচনা জামাল হোসেন রাজা। পরিচালনায় মোহামুদুল্লাহ নান্টু। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই, সেলিম প্রমূখ।

চলচ্চিত্র : ‘চিটার নাম্বার ওয়ান’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। অভিনয়ে মান্না, মৌসুমী, শতাব্দী রায়, ফেরদৌস প্রমূখ।

ঢাকা জার্নাল, আগস্ট ১৪, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.