ইউরোপে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে: প্রধানমন্ত্রী

নভেম্বর ৮, ২০১৫

04ঢাকা: নেদারল্যান্ড সফরে ইউরোপে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসনিা নেদারল্যান্ড সফর শেষে আজ রোববার সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে নেদারল্যান্ডের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্কসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও নেদারল্যান্ডস শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি, পোষাক ও ফ্যাশন ডিজাইন নিয়েও নেদারল্যান্ডের সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জনগণের জন্য বদ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.